রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল আবরার হত্যা: কালই অনুমোদন হতে পারে আসামিদের মৃত্যুদণ্ড! কুতুবদিয়ায় দেশসেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শহীদ আবদুর রশিদের ১৩তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল দলের অভ্যন্তরীণ ও জাতীয় ইস্যুতে সাবেক জেলা ছাত্রদল সভাপতির পর্যালোচনামূলক লেখনী! কক্সবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক রোড শোতে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত নোয়াখালীর হাতিয়ায় ঘাট দখল নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

প্রকাশক: আব্দুল হালিম বোখারী
আপডেটঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

Spread the love

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন।

রোববার বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা

১. মেহেদী হাসান রাসেল (বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ১৩তম ব্যাচ)
2. মেহেদী হাসান রবিন (সাংগঠনিক সম্পাদক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ)
3. অনিক সরকার অপু (তথ্য ও গবেষণা সম্পাদক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ)
4. মনিরুজ্জামান মনির (সাহিত্য সম্পাদক, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ)
5. মেফতাহুল ইসলাম জিয়ন (ক্রীড়া সম্পাদক, মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ)
6. ইফতি মোশাররফ সকাল (উপসমাজসেবা সম্পাদক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ)
7. মুনতাসির আল জেমি (এমআই বিভাগ)
8. মোজাহিদুর রহমান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ)
9. হোসেন মোহাম্মদ তোহা (এমই বিভাগ, ১৭তম ব্যাচ)
10. এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ)
11. শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৭তম ব্যাচ)
12. মাজেদুর রহমান মাজেদ (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ)
13. খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর (মেকানিক্যাল, ১৭তম ব্যাচ)
14. মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ)
15. এস এম নাজমুস সাদাত (এমই বিভাগ, ১৭তম ব্যাচ)
16. মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ, ১৭তম ব্যাচ)
17. মিজানুর রহমান (ওয়াটার রিসোর্সেস, ১৬তম ব্যাচ)
18. শামছুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
19. মুজতবা রাফিদ (উপ-দপ্তর সম্পাদক, কেমিকৌশল)
20. এসএম মাহামুদ সেতু (কেমিকৌশল)

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা
1. মুহতাসিম ফুয়াদ (সহ-সভাপতি, সিই বিভাগ, ১৪তম ব্যাচ)
2. ইসতিয়াক আহমেদ মুন্না (গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মেকানিক্যাল, তৃতীয় বর্ষ)
3. অমিত সাহা (আইনবিষয়ক উপসম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং)
4. আকাশ হোসেন (সিই বিভাগ, ১৬তম ব্যাচ)
5. মোয়াজ আবু হোরায়রা (সিএসই, ১৭তম ব্যাচ)

ঘটনার পটভূমি

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে ফেসবুকে দেওয়া একটি ভারতবিরোধী স্ট্যাটাসকে দায়ী করা হয়। রাত ৩টার দিকে হলের করিডোর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

মামলার বিচারপ্রক্রিয়া

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার বিচারিক আদালত এই মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর আসামিরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন এবং রাষ্ট্রপক্ষ থেকে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আবেদন করা হয়।

গত বছরের অক্টোবরে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। আজ (১৭ মার্চ) হাইকোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা বহাল রাখেন।

পলাতক আসামি

এই মামলায় তিনজন আসামি এখনো পলাতক
1. এহতেশামুল রাব্বি তানিম
2. মাহমুদুল জিসান
3. মুজতবা রাফিদ


আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১