বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডঅনুমোদন, জেল আপিল ও আপিলের রায় ঘোষণা হতে পারে আগামীকাল রোববার (১৬ মার্চ)।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে মামলাটি রায়েরজন্য তালিকাভুক্ত করা হয়েছে।
আবরার হত্যা: নৃশংসতার পাঁচ বছর
২০১৯ সালের ৬ অক্টোবর, বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে, ২০১৯ সালের ১৩ নভেম্বর, বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।পরবর্তীতে ২০২১ সালের ৮ ডিসেম্বর, ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
একজন আসামি এখনো পলাতক!
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ২০২৩ সালের ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয়কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। পরে ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কারাকর্তৃপক্ষ। ডেথ রেফারেন্সের শুনানিতে বিষয়টি হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ।
এখন দেখার অপেক্ষা—কালকের রায়ের মাধ্যমে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত কী আসে