শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুতুবদিয়ায় দেশসেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শহীদ আবদুর রশিদের ১৩তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল দলের অভ্যন্তরীণ ও জাতীয় ইস্যুতে সাবেক জেলা ছাত্রদল সভাপতির পর্যালোচনামূলক লেখনী! কক্সবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক রোড শোতে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত নোয়াখালীর হাতিয়ায় ঘাট দখল নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ জাতীয় পর্যায়ে ফাইনালে সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম হাসিনার পর কোনো স্বৈরাচার থাকলে সেটা ঢাবি, দাবি তিতুমীরের শিক্ষার্থীদের

কুতুবদিয়ায় দেশসেরা ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

প্রকাশক: আব্দুল হালিম বোখারী
আপডেটঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

Spread the love

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (তারিখ উল্লেখ করুন) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন ও অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, “দেশ এখনও দুর্নীতি, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের করাল গ্রাসে নিমজ্জিত। এসব থেকে মুক্তির জন্য ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও নীতিবান আদর্শ মানুষ গড়ে তুলতে ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।”

বিশেষ অতিথি মীর মো. আবু তালহা বলেন, “দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ক্ষুদে ফুটবলাররা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে যে গৌরব অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ছাত্রশিবির তাদের সংবর্ধনা জানাতে পেরে গর্বিত।”

অনুষ্ঠানে ১৭ জন ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে ক্রেস্ট এবং ঈদের পাঞ্জাবি উপহার দেওয়া হয়।


আর্কাইভস

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১