কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (তারিখ উল্লেখ করুন) কুতুবদিয়া হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন ও অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, “দেশ এখনও দুর্নীতি, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের করাল গ্রাসে নিমজ্জিত। এসব থেকে মুক্তির জন্য ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও নীতিবান আদর্শ মানুষ গড়ে তুলতে ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।”
বিশেষ অতিথি মীর মো. আবু তালহা বলেন, “দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ক্ষুদে ফুটবলাররা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে যে গৌরব অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ছাত্রশিবির তাদের সংবর্ধনা জানাতে পেরে গর্বিত।”
অনুষ্ঠানে ১৭ জন ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে ক্রেস্ট এবং ঈদের পাঞ্জাবি উপহার দেওয়া হয়।