সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কক্সবাজারে রোড শো অনুষ্ঠিত
কর্মসূচিতে বিআরটিএ কর্মকর্তা, ট্রাফিক পুলিশ সদস্য ও স্থানীয় নাগরিকরা অংশ নেন। তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।
রোড-শো চলাকালে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অসচেতনতা ও আইন না মানা। দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী-সবারই সচেতন হওয়া জরুরি। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট পরা, গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিআরটিএ কক্সবাজার সার্কেল-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।