প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জাতীয় পর্যায়ে ফাইনালে সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় - ২০২৫
সাগর বেষ্টিত একটি ছোট দ্বীপে এই ক্ষুদে ফুটবলারদের সাগরের বালুচরে ফুটবলের হাতে কড়ি।সাগর দেখে যারা ফুটবল খেলা শিখে তারা। ফুটবলের বড় মঞ্চ পেলে তারাই স্বাক্ষর রাখে।
আজ জাতীয় পর্যায়ে ক্ষুদে ফুটবলারদের বড় মঞ্চে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করেছিল।
পূর্বে জাতীয় পর্যায়ে পেকুয়া উপজেলার তিনটি প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন এবং একটি প্রতিষ্ঠান রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল।