গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা। ফেইজবুক স্ট্যাটাসে মেহজাবীন নিজেই বলেন- 13 বছর পরে এখানে আমরা একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উচ্চ উদযাপন করছি এবং প্রতিটি নিম্নকে অতিক্রম করছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয়- আমরা তা প্রায় দ্বিগুণ করেছি ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা আমাদের বন্ধন চিরতরে বন্ধ করে দিয়েছি, এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। আদনান আল রাজিব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসাবে বেছে নিয়েছি। যেহেতু আমরা এই নতুন অধ্যায় শুরু করছি, আমরা আপনার ভালোবাসা এবং প্রার্থনা চাই সারা জীবনের সুখ এবং একসাথে থাকার জন্য।