দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে টাইগার যুবারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ৪৯.১ ওভারে ১৯৮ রানে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট হয়ে যায়। দলীয় ১১৫ রানে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান আউট হওয়ার পর থেকেই বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
উল্লেখ্য, গতবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করেছিল টাইগাররা। এবারও শিরোপা ধরে রেখে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ যুব দল।