দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে একাদশে কোনো পরিবর্তন করা হয়নি। এই অপরিবর্তিত একাদশ নিয়ে ওয়েলিংটনে নামবে ইংল্যান্ড।
এর আগের ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। তাই সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানের লিড নিয়েছে বেন স্টোকসের দল। এজন্য দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে একাদশে পরিবর্তন করেনি টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড একাদশে থাকছে বেন ডাকেট, জ্যাক ক্রলি, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জো রুট, অলি পোপ (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, শোয়েব বশির।